Monday, September 8

দ্রুততম মানব-মানবী মেজবাহ-শিরিন


স্পোর্টস রিপোর্টার,ঢাকা: সামার অ্যাথলেটিক্সের মিটে ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব-মানবী হয়েছেন মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার। সোনা জয়ী মেজবাহ ১০.৪৩ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন। এই ইভেন্টের রূপা জিতেছেন মেজবার নৌবাহিনীর সতীর্থ শাহ ইমরান (১০.৮৪ সেকেন্ড); ব্রোঞ্জ পেয়েছেন সেনাবাহিনীর শরিফুল ইসলাম (১০.৮৫ সেকেন্ড)। ১২.২৪ সেকেন্ড টাইমিং নিয়ে সোনা জিতেছেন শিরিন। সেনাবাহিনীর সুমিতা ঘোষ (১২.৯৪ সেকেন্ড) ও চট্টগ্রাম জেলা দলের বর্ষা খাতুন (১৩.৩৭ সেকেন্ড) মেয়েদের ১০০ মিটারের রূপা ও ব্রোঞ্জ পেয়েছেন। এই ইভেন্টে মেয়েদের বিভাগে গতবারের সেরা ছিলেন শামসুন নাহার চুমকি। বিজেএমসি ছেড়ে সেনাবাহিনীতে যোগ দেয়া এই অ্যাথলেট সোম বার ফলস স্টার্ট -এর কারণে শুরুতেই বাদ পড়েন। ১০০ মিটারে ছেলেদের বিভাগে গত আসরের সেরা ছিলেন বিমানবাহিনীর হাফিজুর রহমান। এবারের সামার মিটে মর্যাদার এই ইভেন্টে অংশ নেননি তিনি। দক্ষিণ কোরিয়ার এশিয়ান গেমসের এবারের আসরে অ্যাথলেটিকসে অংশ নিচ্ছে না বাংলাদেশ। BC-08-09-14-N_41 এ প্রসঙ্গে শিরিন বলেন, এশিয়ান গেমস থেকে অ্যাথলেটিকসকে বাদ দেয়াটা মনের ভেতরে কাজ করছিল। ভেবেছিলাম সামার মিট দিয়েই সেটা করে দেখাব। ১০০ মিটারে সেরা হয়েছি। ভীষণ ভালো লাগছে। ট্রেনিংয়ের সুযোগ-সুবিধা আরো বেশি হলে টাইমিংও আরো ভালো হবে, যোগ করেন তিনি। ১০০ মিটারে বাংলাদেশ গেমস, জাতীয় অ্যাথলেটিকসে সোনা জেতা মেজবাহ এবার সামার মিটেও সেরা হয়েছেন। জানিয়েছেন হারিয়ে যেতে চান না তিনি। এ নিয়ে তিনবার সেরা হলাম। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। আগের দিন ২০০ মিটারে রূপা জেতা মেজবাহ ট্র্যাকে পড়ে গিয়ে কনুইয়ে চোঁট পেয়েছিলেন। চোট নিয়েই দেশের দ্রুততম মানব হয়েছেন তিনি। ৭.৫০ মিটার অতিক্রম করে ইসমাইল হোসেন লং জাম্পের সোনা জিতেছেন। চোটের সঙ্গে লড়াই করে সোনা জেতায় বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেটের আনন্দ আরো বেশি। কুঁচকির চোট এখনো এখনো পুরোপুরি সেরে ওঠেনি। চোটের কারণেই স্টেপিংয়ে সমস্যা হচ্ছিল এবং প্রথম ও দ্বিতীয় লাফ বাতিল হয়ে যায়। চোট না থাকলে হয়ত রেকর্ডটাও গড়ে ফেলতাম। পদক তালিকায় নৌবাহিনী ১৫টি সোনা, ৯টি রূপা ও ৫টি বোঞ্জসহ ২৯টি পদক নিয়ে সবার ওপরে আছে। ১৪ সোনা, ১৪টি রূপা ও ১৭টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ৫টি সোনা, ৯টি রূপা ও ৮টি ব্রোঞ্জসহ ২২টি পদক নিয়ে তৃতীয় হয়েছে বিজেএমজি। এবারের সামার মিটে মোট ৩৬টি ইভেন্টে ২৯টি দলের ২৩৯ জন পুরুষ ও ৮৪জন নারীসহ মোট ৩২৩জন অ্যাথলেট প্রতিযোগিতায় অংশ নেয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়