Friday, August 8

নবাগতদের স্বাগত জানিয়ে কানাইঘাটে ছাত্রলীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের বরণ করে অভিনন্দন জানিয়েছে কানাইঘাট উপজেলা ও ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১টায় কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি শুরু হয়ে কানাইঘাট বাজার ত্রিমোহনী পয়েন্টে গিয়ে ছাত্রসমাবেশে মিলিত হয়। ছাত্রনেতা আখতার হোসেনের সভাপতিত্বে ও দেলোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, সিলেট ল কলেজ ছাত্রলীগের সভাপতি এম মোস্তাক আহমদ, মহানগর ছাত্রলীগের সদস্য মামুনুর রশিদ রাজু। ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন আসাদ আহমদ, দেলোয়ার হোসেন, আবুল হাসনাত, ইয়াহিয়া ডালিম, সুমন, কামরুল ইসলাম, জেকসন, আফজল, রিজভী, রায়হান, শিহাব, সাহেদ আহমদ, ইকবাল, কয়ছর, মাসেব আহমদ, শিহাব, রুবেল, আরিফ, রোমান, রহমত, বিপ্লব, আফতাব, মনির, আবুল হারিছ, মামুন, আব্দুর রহমান, মিনু, গিয়াস উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়