স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার প্রশাসন ও বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করেছে। সর্বশেষ তারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণে আনতে সম্প্রচার নীতিমালা করেছে বলে অভিযোগ করেন,বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী আনোয়ার জাহিদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন,গণমাধ্যমের জন্য সম্প্রচার নীতিমালার উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করা।দেশের গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে নিয়ন্ত্রিত গণতন্ত্র চালু করা।”
মির্জা ফখরুল বলেন, অতি দ্রুত জনগণের কাছে গ্রহণযোগ্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিন। যার মাধমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।
১৫ আগস্ট নয়া পল্টনে দলীয় কার্যালয় পুলিশ অবরুদ্ধ করে রাখার ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “শুক্রবার দেড় হাজার পুলিশ দিয়ে নয়া পল্টনের কার্যালয় সরকার ঘিরে রেখেছিলো। দেশের বৃহত্তম রাজনৈতিক দলের কার্যালয়ের ভেতরে দলের চেয়ারপারসনের জন্মদিনের অনুষ্ঠান হবে জেনে পুলিশ এই কাজ করেছে। ঘরের ভেতরে অনুষ্ঠান হবে এতেই তাদের এতো ভয়। এ থেকে বোঝা যায়, আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।”
খবর বিভাগঃ
রাজনীতি