কানিউজ ডেস্ক: যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র প্রতিমন্ত্রী সাইয়েদা হুসেইন ওয়ার্সি পদত্যাগ করেছেন। গাজা বিষয়ে যুক্তরাজ্যের নীতি মেনে নিতে না পেরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে নিজের এক টুইটার বার্তায় জানিয়েছেন ওয়ার্সি। তিনি এর আগে কনজারভেটিভ পার্টির প্রধানের দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালে ডেভিড ক্যামেরন সরকারের প্রথম নারী মুসলিম মন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি। টুইটার বার্তায় তিনি লিখেন, “গভীর অনুতাপের সঙ্গে আজ সকালে আমি প্রধানমন্ত্রীকে লিখেছি এবং আমার পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি গাজা বিষয়ে সরকারের নীতির প্রতি আর সমর্থন জানাতে পারছি না। গাজার সমস্যা সমাধানে ওয়ার্সি আরও আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এর আগেও তিনি টুইটারে লিখেছিলেন “নিরপরাধ নাগরিকদের হত্যা করা অবশ্যই বন্ধ করতে হবে। ওয়ার্সি পাকিস্তানি বংশোদ্ভূত।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়