স্টাফ রিপোর্টার: খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপির ঘোষিত আন্দোলনে দেশের বাইরে থেকে ভিডিও বার্তা পাঠালে তা কঠোরভাবে দমন করা হবে।
শনিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘বাংলাদেশে আর কোনো ভিডিও বার্তা, আউট সোর্সিং ও বোমা হামলার আন্দোলন করতে দেওয়া হবে না।”বাংলাদেশকে চায় না বলেই ২০১৩ সালের শেষের দিকে দেশে তাণ্ডব চালিয়েছিল। তারা এখনো বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানানোর ষড়ষন্ত্রে লিপ্ত রয়েছে।’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বঙ্গবন্ধু সংস্কৃতিক জোটের সহসভাপতি এ টি এম শামসুজ্জামান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়