Friday, August 8

খালেদার আন্দোলনে সাড়া দেওয়ার আহ্বান ফখরুলের


কানিউজ ডেস্ক : বেগম খালেদা জিয়ার আন্দোলনের ডাকে সাড়া দিতে সোনারগাঁওবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকালে সোনারগাঁওয়ের মেঘনা শিল্পনগরীর বালুর মাঠে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। উপজেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে। মির্জা ফখরুল আরও বলেন, ‘খালেদা জিয়ার এ আন্দোলন বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য নয়। অবৈধ জুলুমবাজ সরকারের হাত থেকে মানুষকে মুক্ত করতেই এ আন্দোলন। আপনারা এ ডাকে সাড়া দিয়ে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে তুলুন।’ সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফরের সভাপতিত্বে এতে সোনারগাঁওয়ের স্থানীয় নেতারা যোগ দিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়