Saturday, August 16

আরও ১৪ দিন কারা হেফাজতে নূর হোসেন


কানিউজ ডেস্ক: অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতে আটক নারায়ণগঞ্জের সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে আরও ১৪ দিন কারা হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। ১৪ দিনের জেল হেফাজত শেষে আজ শনিবার দুপুরে দুই সহযোগী‑ ওয়াহিদুল জামান শামিম ও খান সুমনসহ নূর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে হাজির করার কথা ছিল। কিন্তু ওই আদালতের এক আইনজীবীর মৃত্যুতে এদিন তাকে আদালতে তোলা হয়নি। পরে আদালত দুই সহযোগীসহ তাকে আরও ১৪ দিন কারা হেফাজতে রাখার নির্দেশ দেন। শনিবার আদালতে নূর হোসেন ও তার দুই সহযোগীর বিরুদ্ধে বাগুইহাটি থানা পুলিশের করা মামলার শুনানির জন্য দিন ধার্য্য ছিল। এর আগে গত ২ জুলাই আদালত নূর হোসেন ও তার দুই সহযোগীকে ১৪ দিন জেল হাজতে রাখার নিদেশ দিয়েছিলেন। গত ১৪ জুন রাতে কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালি এলাকার একটি বাড়ি থেকে নূর হোসেনের সঙ্গে তার দুই সঙ্গী খান সুমন ও ওয়াহিদুল জামান শামিমকে গ্রেফতার করে পুলিশ।

শেয়ার করুন