Tuesday, August 5

গণমাধ্যমের কণ্ঠ রোধ করতেই সমপ্রচার নীতিমালার অনুমোদন: মঈন খান


স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গণমাধ্যমের কণ্ঠ রোধ করতেই সরকার সমপ্রচার নীতিমালার খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে। অবিলম্বে এই কালা কানুন বাতিল করতে হবে। মঙ্গলবার বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সরকারের এই নীতির বিরুদ্ধে সাংবাদিকসহ পেশাজীবী মহলকে সোচ্চার হওয়ার আহবান জানিয়েছেন মঈন খান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে আপনাদেরকে কষ্ট দেয়া। বিষয়টির সঙ্গে দেশের গণতন্ত্র জড়িত। সাংবিধানিক অধিকারের প্রশ্ন জড়িত। মানুষের অধিকার জড়িত। মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা জড়িত। নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে মেয়াদ প্রলম্বিত করে ক্ষমতায় টিকে থাকা বর্তমান প্রশ্নবিদ্ধ মন্ত্রিসভা জাতীয় সম্প্রচার নীতিমালা অনুমোদন দিয়েছে। এর নাম ‘সম্প্রচার নীতিমালা’ করা হলেও উদ্দেশ্য ও কার্যকারিতার দিক থেকে এটি মূলত ‘সম্প্রচার নিয়ন্ত্রণ ও দলন নীতিমালা’। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত সংগঠনসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক প্রতিষ্ঠান ও সচেতন নাগরিকরা ইতিমধ্যে মতপ্রকাশের স্বাধীনতা হরণের উদ্দেশ্যে প্রণীত এই কালাকানুনের বিরুদ্ধে সমালোচনামুখর হয়েছেন।তথ্য মন্ত্রণালয়ের দ্বারা গঠিত একটি সার্চ কমিটি ওই কমিশন গঠন করবে। তার অর্থ হচ্ছে, ওই কমিশন হবে সম্পূর্ণভাবে সরকারের পছন্দের ও আজ্ঞাবহ একটি কমিশন। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, স্বাধীনতার পর তারা ১৯৭৩ সালের প্রেস এ- পাবলিকেশন্স অ্যাক্ট-এর মাধ্যমে সংবাদ-মাধ্যম ও সাংবাদিকতার স্বাধীনতা খর্ব করেছে। একের পর এক সংবাদ-মাধ্যমের প্রকাশনা নিষিদ্ধ করেছে। দেশের খ্যাতনামা সাংবাদিকদের কারাগারে নিক্ষেপ করেছে। ১৯৭৪ সালের কুখ্যাত বিশেষ ক্ষমতা আইনে তারা সাংবাদিকদের হেনস্থা করেছে।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়