মুন্সীগঞ্জ প্রতিনিধি: মাওয়ায় ডুবে যাওয়া লঞ্চের এক যাত্রীর সন্ধান মিলেছে পদ্মার চরে। তার নাম সরোয়ার।
ঘটনার চার দিন পর পদ্মার চর থেকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। নৌবাহিনীর উদ্ধারকর্মীরা তার এই দাবির সত্যতা যাচাই করতে ওই চরে গিয়েছেন।
নৌবাহিনীর ক্যাপ্টেন নজরুল ইসলাম বলেন, চার দিন পর মাওয়া ঘাট থেকে দেড়-দুই কিলোমিটার দূরে পদ্মার এক চর থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তিনি ওই লঞ্চে ছিলেন কি না তার সত্যতা যাচাই করে দেখছি আমরা।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়