কানিউজ ডেস্ক: মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া লঞ্চে সন্ধান না পাওয়া গেলেও ভোলা, চাঁদপুর ও শরীয়তপুরে ৩ জনের মরদেহ ভেসে উঠেছে।
বুধবার সেখানে মেঘনা নদীতে ৩টি লাশ পাওয়া গেছে।
সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রামদাসপুর এলাকায় সকালে মেঘনা নদীতে এক যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পরে পুলিশ লাশটি মুন্সীগঞ্জে ডুবে যাওয়া ‘পিনাক-৬’ লঞ্চের বলে নিশ্চিত করে।
চাঁদপুরের নেয়ারবাজার ও বাংলাবাজারে মেঘনায় ৩টি মরদেহ ভেসে উঠেছে। মরদেহগুলো ডুবে যাওয়া লঞ্চের যাত্রী বলে ধারনা করা হচ্ছে।
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চর আত্রা এলাকায় পদ্মা নদীতে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ভাগ্নি জান্নাতুন নাঈম লাকির লাশ ভেসে উঠেছে।
লাকীর মামা মো. ইলিয়াস ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন।
নড়িয়া থানার ওসি কবিরুজ্জামান জানান, নড়িয়া উপজেলার চর আত্রা এলাকায় পদ্মা নদীর তীরে স্থানীয়রা এক নারীর লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে লাকীর মামা এসে লাশ শনাক্ত করেন।
দুপুর ২টার দিকে নড়িয়া উপজেলার সুরেশ্বর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়