Thursday, August 7

মিশু-জলি আটক: অনশনকারীদের পিটিয়ে উৎখাত


স্টাফ রিপোর্টার : অনশনরত তোবা গ্রুপের ৫ প্রতিষ্ঠানের বেতন বঞ্চিত কর্মীদের পিটিয়ে ও টিয়ারশেল ছোড়ে কারখানা থেকে বের করে দিয়েছে পুলিশ। সকালে অন্য গার্মেন্টস থেকে শ্রমিকরা এসে তোবার পাশে বিক্ষোভ করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। সংঘর্ষ চলাকালেই পুলিশ তোবার কারখানায় প্রবেশ করে অনশনরত কর্মীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে। এরপরই শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে আসেন। শ্রমিকরা অভিযোগ করেন টিয়ারশেল ছোড়ে, পিটিয়ে তাদের বের করে দেয়া হয়েছে। ওই এলাকায় বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে কারখানা থেকে বের করে দেয়ার পর শ্রমিক নেত্রী মোশরেফা মিশু কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি সকল প্রগতিশীল সংগঠনকেও এই কর্মসূচিতে যোগ দেয়ার আহবান জানান। একই সঙ্গে সকল শিল্প প্রতিষ্ঠানে ধর্মঘট পালনেরও আহবান জানান তিনি। এদিকে শ্রমিক বিক্ষোভের কারণে দুপুর থেকে হোসেন মার্কেটের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তোবা গার্মেন্টস এর পাশে স্টার ও ম্যানশন গার্মেন্টস এর কর্মীরা সকালে রাস্তায় নেমে আসে। তারা তোবাকর্মীদের পক্ষে বিক্ষোভ মিছিল করেন। তাদের থামাতে পুলিশ প্রথমে লাঠিচার্জ পরে ফাঁকা গুলি ও জলকামান ছোড়ে। এরপরই তোবা কর্মীদের বিরুদ্ধে এ্যাকশনে যায় পুলিশ। সকালে তোবার ভবনের পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। পানি, খাবার ও ওষুধ সরবরাহেও বাধা দেয় পুলিশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়