নড়াইল প্রতিনিধি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এডভোকেট বীরেন শিকদার এমপি বলেছেন, বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা কঠিন কর্মসূচির কথা বললেও তাদের সেই সাংগঠনিক শক্তি নেই।
শনিবার দুপুরে জেলার সার্কিট হ্উাজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ততা না থাকলে কোন আন্দোলনই সফল হয় না।
বীরেন শিকদার বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি যা করেছে তা আন্দোলন নয়, নাশকতা। রাষ্ট্রের বিরুদ্ধে কোন আন্দোলন হতে পারে না।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, পুলিশ সুপার মনির হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এডভোকেট সুবাস চন্দ্র বোস, সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিন খান নিলুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
