স্টাফ রিপোর্টার: রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের চার যাত্রী মারা গেছে।নিহতরা হলেন- পুয়াছিন (৫), তানিয়া (১৪), আছমা (১৫) ও কাউসার আহমেদ (১৩)।
শনিবার বেলা ৩টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের কদমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি জামাল উদ্দিন মীর জানান, ইলিশ পরিবহনের ঢাকাগামী বাসটির সঙ্গে মাওয়াগামী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যায় পুয়াছিন, তানিয়া ও আছমা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় কাউসার।
ওসি জানান, আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।
খবর বিভাগঃ
সারাদেশ