Wednesday, August 27

আজকে তাদের ঘুমের ছুটি


কানিউজ ডেস্ক: ঘুমে বিভোর। কোন নড়নচড়ন নেই। কুকুর অথবা বিড়ালই তার কোলবালিশ। মাঝে মাঝে তাকে জড়িয়েও ধরছে। কিচ্ছুটি বলছে না প্রাণী। কারণ, সে তো অবুঝ। তার জড়িয়ে ধরা প্রাণীরও ভালো লাগছে। দেখলে মনে হয় আগের জনমে এরা সহোদর ছিল। এমনই কিছু দুর্লভ ছবি
নিয়ে এই আয়োজন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়