ঢাকা: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০ লাখ টাকার সোনা উদ্ধার করা হয়েছে। মোঃ. ওসমান নামের এক যাত্রীর কাছে রাখা ফ্লাস্কের ভেতর ওই সোনা ছিল। ৯৩৩ গ্রাম ওজনের এই সোনার বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
আজ শুক্রবার সকালে বন্দরের কাস্টমস বিভাগ সোনার বারগুলো উদ্ধার করেছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সকাল সাড়ে নয়টায় শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়া ফ্লাইটের যাত্রী মোঃ. ওসমানের লাগেজের ভেতরে থাকা ফ্লাস্ক থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। ফ্লাস্কের নিচে আঠা দিয়ে বারগুলো লাগানো ছিল।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়