স্টাফ রিপোর্টার : অবিলম্বে তোবা গ্রুপের শ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিকদের ৩০টি সংগঠনের নেতা-কর্মীরা প্রতীকী অনশন করছেন। আজ সোমবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অনশন চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এ কর্মসূচি ঘিরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
অনশনে বক্তারা বলেন, বিজিএমইএ চাইলেই সংগঠনের কল্যাণ তহবিল থেকে ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস দিতে পারত। সরকারও চাইলে শ্রমিক কল্যাণ তহবিল থেকে এ অর্থ দিতে পারত। কিন্তু দুই পক্ষের কারোরই সদিচ্ছা ছিল না। তারা তোবা গ্রুপের মালিক দেলোয়ারকে কারাগার থেকে বের করে আনতে শ্রমিকদের জিম্মি করেছে।
অনশনে বক্তব্য দিয়েছেন শ্রমিক কর্মচারী লীগ, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফোরাম, জাতীয় শ্রমিক জোট, জাতীয় গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন, জাতীয় গার্মেন্টস ও দর্জি শ্রমিক জোট সংগঠনের নেতারা।
এদিকে তোবা গ্রুপের শ্রমিকেরা আজ টানা অষ্টম দিনের মতো তাঁদের অনশন চালিয়ে যাচ্ছেন। জানা গেছে, তিন মাসের পূর্ণাঙ্গ বেতন ও এক মাসের ওভারটাইম এবং ঈদ বোনাস না দেওয়া পর্যন্ত এ অনশন চলবে।
অনশনে অংশ নেওয়া শ্রমিকদের মধ্যে গতকাল পর্যন্ত ৯৯ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। আজ এই সংখ্যা ১০১ জনে পৌঁছেছে। তাঁদের মধ্যে ১৫ জন বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন।
উল্লেখ্য গতকাল দিনভর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ সংবাদ সম্মেলন করে তোবা গ্রুপের পাঁচ কারখানার শ্রমিকদের ৬ আগস্ট দুই মাসের মজুরি দেওয়ার ঘোষণা দেয়। আর কারখানা কর্তৃপক্ষ জুলাই মাসের মজুরি দেবে ১০ আগস্ট। একই সঙ্গে তারা এক মাসের ওভারটাইম ও ঈদ বোনাস অবিলম্বে পরিশোধ করবে।এ ঘোষণা প্রত্যাখ্যান করে শ্রমিকেরা একসঙ্গে তিন মাসের বেতন-ভাতা না দেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়