স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে জাতিসংঘের ভূমিকার তীব্র নিন্দা জানিয়েছেন।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
জাতিসংঘ প্রশ্নবিদ্ধ— উল্লেখ করে এরশাদ বলেন, তারা পশ্চিমাদের আনুগত শক্তি।
গাজা প্রসঙ্গে বাংলাদেশের ইসলামী মূল্যবোধের দলগুলো নিশ্চুপ থাকায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, গাজায় হামলার বিরুদ্ধে সরকারের প্রতিবাদ কাগজে-কলমে না থেকে আরো সোচ্চার ভূমিকার পালন করতে হবে।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়