স্টাফ রিপোর্টার: পুলিশের আট ডিআইজিকে বদলি করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পুলিশ অধিশাখা-১ থেকে যুগ্ম সচিব আ.শ.ম. ইমদাদুদ দস্তগীর স্বাক্ষরিত বদলি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. নওশের আলীকে ঢাকার টেলিকমিউনিকেশন এন্ড ইনফরমেশন এন্ড ইনফরমেশন ম্যানেজম্যান্ট (টিএন্ডআইএম)-এ বদলি করা হয়েছে। এছাড়া এপিবিএন (ঢাকা) এর ডিআইজি মো. মনিরুজ্জামানকে নৌ পুলিশের ডিআইজি, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসাপাতালের পরিচালক (ডিআইজি চলতি দায়িত্ব) আবু মুসা মোহাম্মদ ফখরুল ইসলাম খানকে এপিবিএন ঢাকা ডিআইজি (চলতি দায়িত্ব), রেলওয়ে রেঞ্জের সাবেক ডিআইজি ডা. মোহাম্মদ সাদিকুর রহমানকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি হুমায়ূন কবীরকে বরিশাল রেঞ্জের ডিআইজি, টিএন্ডআইএম এর ডিআইজি মো. ইকবাল বাহারকে রাজশাহী রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোহম্মদ শফিকুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর শহীদুল ইসলামকে এসবি ঢাকার ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়