কানিউজ ডেস্ক
চীনা এক ব্যক্তি তার মা-বাবাকে হত্যা করে, সেই মাংস রান্না করে টিফিন বক্সে
ভরে রেখেছেন। হেনরি চাও হই-লিয়ং নামের ওই ব্যক্তি নিজেকে মানসিক রোগী বলে
দাবি করলেও তিনি খুবই সুচিন্তিতভাবে হত্যাকা- ঘটিয়েছেন বলে জানান
রাষ্ট্রপক্ষের আইনজীবি। আর হেনরিকে এই কাজে সহায়তা করেছেন তার বন্ধু ৩৬ বছর
বয়সী টিস চ্যাঙ্ক কেই।
চলতি বছরের ১৫ মার্চ পুলিশ গ্রেপ্তার করে হেনরি চাও হই-লিয়ং এবং তার বন্ধুকে। তখনই এই লোমহর্ষক বিষয়টি সকলের নজরে আসে। হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরবর্তীতে হেনরি আদালতে তার বাবা চাও উইং-কি (৬৫) এবং মা সুই ইউয়েট-ইয়াইই (৬২) কে হত্যার কথা শিকার করেছেন।
হেনরি এবং তার বন্ধু মিলে বয়স্ক এই দম্পতিকে হত্যা করে টুকরা টুকরা করে সেই মাংস রান্না করেন। মাথা এবং নাড়ি-ভুড়ি ফ্রিজে রাখেন। তারা হত্যার বিষয়টি এতোটাই নিপুণতার সঙ্গে গোপন করতে চেয়েছিলেন যে টিফিন বক্সে মাংসের সঙ্গে ভাতও রেখেছিলেন। ফ্রিজ বাড়ি থেকে অন্যত্র সরাতে চাইলে বিষয়টি পুলিশের সন্দেহ হয় এবং ফ্রিজে মানুষের নাড়ি-ভুড়ি এবং মাথা পান।
মামলার শুনানি চলাকারে হেনরি আদালতকে জানায়, তিনি তার বন্ধু টিসের সহায়তায় তার বাবা-মাকে হত্যা করেছেন এবং তিনি মানসিকভাবে অসুস্থ।
এদিকে সরকারি পক্ষের আইনজীবি জানায়, পরিকল্পিতভাবে এই হত্যাকা- ঘটানো হয়েছে। কমপক্ষে তিনমাস ধরে এই হত্যা পরিকল্পনা করা হয়। এই সময়ের মধ্যে দুই অপরাধী ছুরি, রেফরিজারেটর, মাইক্রোওয়েভ এবং রাইস কুকার কেনেন।
এছাড়া হেনরি হত্যায় সহায়তার জন্যে তার কয়েকজন বন্ধুকে হোয়াটস অ্যাপে সংযুক্ত করেন। যদিও হেনরি নিজেকে মানসিক রোগী বলে দাবি করেন।
তার মতে, ‘আমি মানসিকভাবে সুস্থ নই। অন্য সকলের মতো আমার অনুভূতিগুলো এক নয়। এর কারণ আমার শৈশবের কিছু কষ্টকর অভিজ্ঞতা।’
চলতি বছরের ১৫ মার্চ পুলিশ গ্রেপ্তার করে হেনরি চাও হই-লিয়ং এবং তার বন্ধুকে। তখনই এই লোমহর্ষক বিষয়টি সকলের নজরে আসে। হত্যার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরবর্তীতে হেনরি আদালতে তার বাবা চাও উইং-কি (৬৫) এবং মা সুই ইউয়েট-ইয়াইই (৬২) কে হত্যার কথা শিকার করেছেন।
হেনরি এবং তার বন্ধু মিলে বয়স্ক এই দম্পতিকে হত্যা করে টুকরা টুকরা করে সেই মাংস রান্না করেন। মাথা এবং নাড়ি-ভুড়ি ফ্রিজে রাখেন। তারা হত্যার বিষয়টি এতোটাই নিপুণতার সঙ্গে গোপন করতে চেয়েছিলেন যে টিফিন বক্সে মাংসের সঙ্গে ভাতও রেখেছিলেন। ফ্রিজ বাড়ি থেকে অন্যত্র সরাতে চাইলে বিষয়টি পুলিশের সন্দেহ হয় এবং ফ্রিজে মানুষের নাড়ি-ভুড়ি এবং মাথা পান।
মামলার শুনানি চলাকারে হেনরি আদালতকে জানায়, তিনি তার বন্ধু টিসের সহায়তায় তার বাবা-মাকে হত্যা করেছেন এবং তিনি মানসিকভাবে অসুস্থ।
এদিকে সরকারি পক্ষের আইনজীবি জানায়, পরিকল্পিতভাবে এই হত্যাকা- ঘটানো হয়েছে। কমপক্ষে তিনমাস ধরে এই হত্যা পরিকল্পনা করা হয়। এই সময়ের মধ্যে দুই অপরাধী ছুরি, রেফরিজারেটর, মাইক্রোওয়েভ এবং রাইস কুকার কেনেন।
এছাড়া হেনরি হত্যায় সহায়তার জন্যে তার কয়েকজন বন্ধুকে হোয়াটস অ্যাপে সংযুক্ত করেন। যদিও হেনরি নিজেকে মানসিক রোগী বলে দাবি করেন।
তার মতে, ‘আমি মানসিকভাবে সুস্থ নই। অন্য সকলের মতো আমার অনুভূতিগুলো এক নয়। এর কারণ আমার শৈশবের কিছু কষ্টকর অভিজ্ঞতা।’
খবর বিভাগঃ
দেশের বাইরে
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়