স্টাফ রিপোর্টার: চলতি অর্থবছরে রাজস্ব আহরণের বড় লড়্গ্যমাত্রা অর্জনে নতুন কর্মপরিকল্পনা নিয়ে মাঠে নামছে এনবিআর।
গত বৃহস্পতিবার এ সব কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয় নিয়ে আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এনবিআরের শীর্ষ কর্মকর্তারা।
এ কর্মপরিকল্পনার অংশ হিসেবে কর অঞ্চলগুলোতে যেসব ঝুঁকিপূর্ণ ও রাজস্ব আহরণের দিক থেকে সংবেদনশীল প্রতিষ্ঠান রয়েছে তা চিহ্নিত করা হচ্ছে। পাশাপাশি বকেয়া রাজস্ব আদায় জোরদার, দ্রম্নত মামলা নিষ্পত্তি, ইনহাউস প্রশিড়্গণ কার্যক্রম বাড়ানো, কর ফাঁকির শাস্তির জরিমান ব্যয়বহুল করা, সময়মতো সঠিকভাবে অডিট রিপোর্ট নিস্পত্তি, রেকর্ড ম্যানেজমেন্ট শক্তিশালীকরণ, কর কার্যক্রমে সুশাসন বাড়ানো এবং করদাতাদের সাথে কর কর্মকর্তাদের সম্পৃক্ততা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। আমদানি তথ্য সংগ্রহ ও যাচাই এবং রাজস্ব আহরণ পরিস্থিতি নিয়মিত পর্যালোচনার পরিকল্পনাও করা হচ্ছে। এছাড়া বাজেটে ঘোষিত নতুন খাতগুলোর ওপরও নজরদারি বাড়াবে এনবিআর।
এনবিআর সূত্র জানায়, প্রতিটি ব্যবাসায়ী প্রতিষ্ঠানের বিগত কয়েক বছরের রাজস্ব প্রদানের গতি-প্রকৃতি ও প্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনায় নিয়ে সার্কেল এবং বিভাগভিত্তিক মাসিক ও বার্ষিক লক্ষ্য নির্ধারণ করে তা আহরণের ব্যবস্থা করা হচ্ছে।
উলস্নেখ্য, গত ২০১৩-১৪ অর্থবছরে ঘাটতির পরিপ্রেক্ষিতে চলতি অর্থবছরের বাজেটে কয়েকটি খাতে নতুন করে করারোপ করা হয়েছে। বোতলজাত পানির ভিত্তিমূল্যের ওপর ৩ শতাংশ উত্সে কর, আমদানি পর্যায়ে অন্যান্য পণ্যের মতো স্বর্ণ, রৌপ্য ও সেলফোন সেটের ক্ষেত্রে ৫ শতাংশ অগ্রিম কর, ইজারা দলিল নিবন্ধনে দলিলমূল্যের ওপর ৪ শতাংশ হারে উত্সে কর, কুইক রেন্টালে ৬ শতাংশ উত্সে কর, জীবন বীমার ক্ষেত্রে পরিশোধিত প্রিমিয়ামের অতিরিক্ত মুনাফা প্রদানের ক্ষেত্রে মুনাফার ওপর ৫ শতাংশ আয়কর আরোপ করা হয়। নতুন এ সব খাতে রাজস্ব আদায়ে এনবিআর মনিটারিং জোরদার করবে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়