Tuesday, August 5

মির্জা ফখরুলসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশিট


স্টাফ রিপোর্টার: গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলসহ ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার দাশ। এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মীর্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ,যুগ্ম মহাসচিব আমান উল্যা আমান ও দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানসহ ৪১ জনের নাম রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়