Saturday, August 9

যশোরে স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে গুলি করে হত্যা


যশোর প্রতিনিধি: যশোর শহর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মান্নানকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে শহরের বেজপাড়া রানার অফিস মোড়ে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আব্দুল মান্নান বেজপাড়া শহীদ মাহফুজ সড়কের আব্দুল মজিদের ছেলে ও শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। স্থানীয় সূত্র জানায়, বিকালে শহরের বেজপাড়া রানার অফিস মোড় এলাকায় নিজস্ব ঠিকাদারি ব্যাবসা প্রতিষ্ঠানে বসেছিলেন আব্দুল মান্নান। এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা অফিসে ঢুকে তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে। গুলি তার গলায় বিদ্ধ হলে তিনি লুটিয়ে পড়েন। অস্ত্রধারী দুর্বৃত্তরা তার অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে ধাওয়া করে। তবে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়। লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়