স্পোর্টস রিপোর্টার, ঢাকা: এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবলের বাছাইপর্ব আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে । এবারই প্রথম এএফসির কোন প্রতিযোগিতাই বাংলাদেশ মহিলা দল অংশগ্রহণ করবে। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ মহিলা দল শ্রীলঙ্কায় এএফসির টুর্নামেন্টে অংশ নিয়ে তৃতীয় স্থান এবং ফেয়ার প্লেট্রফি জয়ের রেকর্ড গড়েছিল। ১৪ অক্টোবর বাংলাদেশের মাটিতে শুরু হতে যাওয়া আসরে স্বাগতিকরা গ্রুপ বি তে খেলবে। গ্রুপে স্বাগতিদের অন্য প্রতিপক্ষ হল ভারত, ইরান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান।
আসরের সবগুলো ম্যাচ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপ থেকে দুইটি দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। এবং কোয়ালিফাইড দল ২০১৫ সালে চীনে এএফসির মূল পর্বে খেলার সুযোগ পাবে।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ দল কোয়ালিফাই রাউন্ডের বাধা টপকাতে ১৬ আগস্ট থেকে অনুশীলন ক্যাম্প শুরু করতে যাচ্ছে। ১৪ অক্টোবর সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের বিপক্ষে জর্ডানের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়