হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় বাস, মাইক্রোবাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ছয় জন।আহত হয়েছেন আরো ১০ জন।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার টুখলি নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ২ জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- বাহুবলের জশপাল এলাকার লগুজ মিয়ার ছেলে খোকন (২৮) ও রোকন (২২)।নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী। বাকি তিন জন মাইক্রোবাসের যাত্রী। নিহতদের পরিচয় তাক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি ওয়াহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়