Wednesday, August 6

দেশে দশ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশে ১০ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে।
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধনীতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ৩৩তম বিসিএস এর মাধ্যমে নিয়োগ প্রাপ্ত প্রায় সাড়ে ৬ হাজার চিকিৎসক কর্মস্থলে যোগ দেবে আগামীকাল (বৃহস্পতিবার)।
শিশুদের বেড়ে ওঠার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চত করতে কাজ করে যাচ্ছে জানিয়ে, মা ও শিশুর পু্ষ্টি নিশ্চিত করতে সকলে এগিয়ে আসার আহবান জানান প্রধানমন্ত্রী।
ডিজিটাল ব্যবস্থায় স্বাস্থ্যসেবা নিশ্চত করতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দেশ অনেক এগিয়েছে— উল্লেখ করে স্বাস্থ্যকেন্দ্র ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে সচেতনতামূলক কার্যক্রম অব্যহত রাখার নিদের্শ দেন শেখ হাসিনা।
এ সময় মাতৃদুগ্ধ বিকল্প নিয়ন্ত্রণ আইন যথাযাথভাবে প্রয়োগ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
এদিকে,‘মায়ের দুধ আর ঘরের তৈরি খাবার: লক্ষ্য হবে সফল জীবন পাবার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের প্রায় ১৫০টি দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়