Saturday, August 9

পদ্মার তলদেশে লোহা জাতীয় বস্তুর সন্ধান


মুন্সীগঞ্জ প্রতিনিধি: মাওয়া ঘাটের এক কিলোমিটারের মধ্যে ধাতব পদার্থের একটি ইমেজের সন্ধান পাওয়া গেছে। পদ্মায় ডুবে যাওয়া এমএল পিনাক-৬ লঞ্চের খোঁজে থাকা অনুসন্ধানী জাহাজ কাণ্ডারি-২ নদীর তলদেশে ‘লোহা জাতীয় বস্তু’র সন্ধান পেয়েছে। শনিবার দুপুরে মুন্সীগঞ্জের দক্ষিণ-পূর্ব দিকে জরিপ-১০ পানির ২২ মিটার তলদেশে এ ইমেজের সন্ধান পায়। এটি ভেঙে যাওয়া অবস্থায় দেখা গেছে। ‘মেটালিক্যাল র্যা ক’ বা ‘লোহা জাতীয় বস্তু’ শনাক্তের কথা নিশ্চিত করেছেন পিনাক-৬ এর উদ্ধারকাজের সমন্বয়ক নৌবাহিনীর ক্যাপ্টেন নজরুল ইসলাম। তবে নদীতে তীব্র স্রোতের কারণে বস্তুটি বার বার আগের স্থান সরে যাচ্ছে বলে জানান নজরুল। তাই কাছে গিয়ে বস্তুটি ভালভাবে শনাক্ত করা যাচ্ছে না। তবে অভিযান অব্যহত রয়েছে। অনুসন্ধান কাজ অব্যাহত রেখেছে চট্টগ্রাম বন্দরের সার্ভে ভেসেল জরিপ-১০ ও কাণ্ডারি-২ ও ৭।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়