Friday, August 8

কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে দুই সহোদর নিহতের ঘটনায় ২৪ জনকে আসামী করে থানায় মামলা


নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির সীমান্তবর্তী কালিজুরী (কুসি) গ্রামে গত বুধবার জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে একই পরিবারের দুই সহদোর নিহতের ঘটনায় কানাইঘাট থানায় ২৪ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত দু’সহোদরের বড় ভাই আবুল হাসিম (৬০) গত বৃহস্পতিবার রাতে এ হত্যা মামলা দায়ের করেন। থানার মামলা নং-৫, তাং-০৭/০৮/১৪। মামলায় একই গ্রামের প্রতিপক্ষ আনফর আলীর পুত্র আব্দুল করিম (২৫) কে প্রধান আসামী করা হয়েছে। মামলার অন্যান্য আসামীরা হলেন একই মনির উদ্দিন (৪২), জাকারিয়া (২২), মিজানুর রহমান (২০), হাফিজ কবির উদ্দিন (৩৫), এখলাছুর রহমান (৪০), আব্দুর রহিম (৩৫), ইউসুফ আলী (৭০), মখদ্দস আলী (৬৭), নূরুল হুদা (২৫), ফয়সল (২২), আফতাব উদ্দিন (৩০), ডালাই বিবি (৩৫), সমছুন নূর (৩৪), সুফিয়া বেগম (২০), কালিজুরি পশ্চিম পাড়া গ্রামের দুদাই মিয়া (৪৭), কলাই মিয়া (৪৫), সুলেমান (৩৭), ফেরদৌস (২২), গোলাম রব্বানী (৫০), শফিকুল হক (৫৫), লক্ষ্মীপ্রসাদ গ্রামের আব্দুর রহমান (৩৫), কালিজুরী কুসি গ্রামের কিবরিয়া (১৯), মিসবাহ (২১)। এছাড়া আরো অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামী করা হয়েছে। প্রসঙ্গত যে, গত বুধবার বিকেল সাড়ে ৫টায়  বন বিভাগের একখন্ড জমির মালিকানা দখল নিয়ে কালিজুরী (কুসি) গ্রামের মনির উদ্দিন একই গ্রামের বশির উদ্দিন গংদের মধ্যে গ্রামের মসজিদে সালিশ বিচারের সময় কথা কাটাকাটি নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বেশ কয়েজন গুরুতর আহত হলে তাদের মধ্যে কালিজুরী (কুসি) গ্রামের মৃত মছদ্দর আলীর দু’পুত্র বশির উদ্দিন (৪২), তার ভাই আলী আহমদ আলাই (৪৫) সিলেট ওমেক হাসপাতালে ঐ দিন রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দু’সহোদর হত্যাকান্ডের সাথে জড়িত থাকার দায়ে ইতিমধ্যে এফআইআর ভুক্ত ৭ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে বলে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী কানাইঘাট নিউজকে জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়