Friday, August 8

আল্লামা মুহাম্মদ বিন ইদ্রীস(লক্ষিপুরী হুজুর)অসুস্থ!দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক:
প্রখ্যাত আলেমে দ্বীন, শায়খুল হাদীস ও কানাইঘাট দারুল উলুম দারুল হাদীস মাদ্রাসার মুহতামিম  আল্লামা মুহাম্মদ বিন ইদ্রীস(লক্ষিপুরী হুজুর)গতকাল বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে সিলেট নগরীর মিরের ময়দানস্থ সেবা পলি ক্লিনিকে ভর্তি হয়েছেন। তাঁর আশু রোগমুক্তি কামনায় পরিবারের সদস্যগণ হুজুরের অগণিত ছাত্র, মুরিদ ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়