Monday, August 4

মুক্তিযোদ্ধা সনদ বাতিল হচ্ছে তিন হাজার কর্মচারীর!


স্টাফ রিপোর্টার : তিন হাজার কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ বাতিল হতে যাচ্ছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় শিগগির এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। জানা গেছে, চাকরিতে আবেদনের সময় যারা নিজেদের মুক্তিযোদ্ধা হিসাবে উল্লেখ করেননি তারা মুক্তিযোদ্ধা হিসাবে চাকরির বয়সসীমা বৃদ্ধির সুযোগ পাবেন না। ইতিমধ্যে যারা নানা প্রক্রিয়ায় শুধু সনদের সুবাদে চাকরির বয়স বৃদ্ধির সুযোগ নিয়েছেন-তাদের সনদ বাতিলসহ চাকরির সুবিধা বাতিল হচ্ছে। এ প্রক্রিয়ায় কমপক্ষে তিন হাজার কর্মচারীর সনদ ও চাকরির বয়সসহ অন্যান্য বাড়তি সুবিধা বাতিল হতে পারে। সর্বোচ্চ পর্যায়ের সচিবসহ কর্মচারী, শিক্ষক, প্রকৌশলীসহ নানা পেশার কর্মচারী রয়েছেন এ তালিকায়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে। আজ-কালের মধ্যে এ সিদ্ধান্ত সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জানিয়ে চিঠি পাঠানো হবে। প্রসঙ্গত, ২০০৯ সালে আওয়ামী লীগ ১৯৭৪ সালের গণকর্মচারী আইন সংশোধন করে মুক্তিযোদ্ধা গণকর্মচারীর অবসরের বয়স দুই বছর বৃদ্ধি করে। এ সময় গণকর্মচারীদের মধ্যে মুক্তিযোদ্ধার সনদ জোগাড়ের হিড়িক পড়ে যায়। চাকরিকালে ঘোষণা না দিলেও এ সময়ে এসে অনেকে রাতারাতি মুক্তিযোদ্ধা বনে যান। বাগিয়ে নেন মুক্তিযোদ্ধার সনদ। আর সুযোগ নেন বাড়তি দুই বছরের চাকরির সুবিধা যাতে আর্থিকভাবেও লাভবান হন অনেকে। মুক্তিযোদ্ধার সনদ জোগাড়ের হিড়িক এমন পর্যায়ে পৌঁছে যে, জাতীয় একটি গোয়েন্দা সংস্থা তদন্ত করে জানতে পারে অসংখ্য কর্মচারী ভুল ও অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধার গেজেট ভুক্ত হচ্ছেন এবং বয়স বৃদ্ধির সুযোগ নিচ্ছেন। ২০১১ সালের ২২ জুন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে এ বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়