Saturday, August 16

কানাইঘাট পৌর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
 আগামী ২৩ আগষ্ট কানাইঘাট পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি সভা গত শুক্রবার বিকেল ৪ টায় স্থানীয় আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক হাজী ইফজালুর রহমানের সভাপতিত্বে ও সদস্য পৌর কাউন্সিলার হাজী শরিফুল হকের পরিচালনায় পৌর বিএনপির সম্মেলকে জাঁকজমকপূর্ণ ভাবে সম্পন্ন করার লক্ষে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাউন্সিলার রহিম উদ্দিন ভরসা, নুরুল ইসলাম, হাজী জসিম উদ্দিন, মিজানুর রহমান, নুরুল হোসেন বুলবুল, নজরুল ইসলাম, রাশিদুল হাসান টিটু, শমসের আলম, ফারুক আহমদ, আবিদুর রহমান, ওয়াসিম, রুহুল আমিন, খসরুজ্জামান,  ছাত্রদল নেতা আবুল বাশার, আমিনুল ইসলাম, কবির আহমদ প্রমুখ। সভায় ৯টি ওয়ার্ডের দায়িত্বশীলসহ বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিত ছিলেন। পৌর বিএনপির আহবায়ক হাজী ইফজালুর রহমান জানিয়েছেন, আগামী ২৩শে আগস্ট পৌর বিএনপির সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। গোপন ভোটের মাধ্যমে সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মনোনীত করার মাধ্যমে কানাইঘাট পৌর বিএনপির নতুন নেতৃত্ব সৃষ্টি করা হবে।

শেয়ার করুন