Tuesday, August 5

নেপাল সফর বন্ধুত্বের নতুন অধ্যায় খুলে দিয়েছে- মোদি


কানিউজ ডেস্ক : দু’দিনের নেপাল সফর শেষে দেশে ফিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটার বার্তায় জানিয়েছেন, তার এই সফর দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বের এক নতুন অধ্যায় খুলে দিয়েছে। তিনি বলেন, নেপালে প্রাকৃতিক সম্পদ ও প্রতিভার অভাব নেই। তাই নেপালের সামগ্রিক উন্নতিতে অংশীদার হতে চায় ভারত। দু’দিনের সফরে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা ও প্রেসিডেন্টের রামবরণ যাদবের সঙ্গে বৈঠক করেন মোদি। কথা বলেন কমিউনিস্ট পার্টি অব নেপাল’র মাওবাদী প্রধান প্রচণ্ডের সঙ্গেও। মোদির সঙ্গে বৈঠকের পর প্রচণ্ড বলেন, “নেপালের অর্থনৈতিক সমৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে মোদির চিন্তাভাবনা খুবই স্পষ্ট। নেপালের সংবিধান তৈরির ক্ষেত্রেও তার পূর্ণ সমর্থন রয়েছে। নতুন এক অধ্যায় শুরু হল। বিষয়টি নিঃসন্দেহে ঐতিহাসিক।” নেপালের সংবিধান পরিষদে দেয়া মোদির বক্তৃতাকে ‘মর্মস্পর্শী’ বলেও অ্যাখ্যা দিয়েছেন দীর্ঘদিন ধরেই ভারতের সমালোচনায়মুখর মাওবাদী এ নেতা। রবিবার নেপালের সংসদের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, গঙ্গা ও হিমালয়ের সম্পর্কের মতোই মজবুত ভারত ও নেপালের সম্পর্ক। নেপালের উন্নয়নে ভারত সব সময় সাহায্যের হাত প্রসারিত করবে। প্রতিবেশী এই দেশকে ১০ হাজার কোটি রুপি স্বল্প সুদে ঋণ দেয়া ঘোষণা দিয়ে মোদি জানান, নেপালের অগ্রাধিকারের ক্ষেত্র অনুযায়ী এই অর্থ ব্যবহার করা যাবে। বিদ্যু সরবরাহের ব্যাপারে দ্বিপাক্ষিক সহযোগিতার কথাও বলেন তিনি। সোমবার সফর শেষে এক যৌথ বিবৃতিতে দু’দেশের বৈঠককে সন্তোষজনক আখ্যা দেয়া হয়। এই সফরের পর রাজনীতি থেকে শুরু করে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন আরো গভীর হবে বলেই আশা প্রকাশ করেছে দু’দেশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়