Monday, August 4

মাওয়ায় লঞ্চডুবি, ১৫ মৃতদেহ উদ্ধার


কানিউজ ডেস্ক : মাওয়া ঘাটে আজ সোমবার বেলা ১১টার দিকে প্রায় তিন শতাধিক যাত্রী নিয়ে পিনাক-৬ নামে একটি লঞ্চ ডুবে গেছে। লঞ্চটি মাদারীপুরের কাওড়াকান্দি থেকে মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে যাওয়ার পদ্মায় ডুবে যায়। স্থানীয়রা এ পর্যন্ত ১৫ মৃতদেহ উদ্ধার করেছে বলে জানা গেছে। এছাড়া প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ১০০ জনের বেশি যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়