কানিউজ ডেস্ক : প্রায় এক মাসের ইজরায়েলের বর্বর আগ্রাসনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় অন্তত ৪৬০ কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয় জানায়, শুধু ইজরায়েলের হামলায় সরাসরি ক্ষতির বিষয়গুলো এই হিসাবের আওতায় আনা হয়েছে। তবে ইজরায়েলি বিমান হামলার প্রভাবে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তা হিসাবের আওতায় আনা হলে ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি হবে।
গাজায় ইজরায়েলের বিমান হামলা ও স্থল অভিযানে হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। এর মধ্যে গত সপ্তাহে ইজরায়েলি সেনারা গাজার একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়। এতে পুরো গাজা শহর অন্ধকারে ডুবে যায়। এছাড়া ইজরায়েল ও মিশরের অবরোধের কারণে গাজার লোকজন খাবার, জল এবং ওষুধের মারাত্মক সংকটে পড়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার থেকে হামাস ও ইজরায়েল— দু’পক্ষের সম্মতিতেই শুরু হয়েছে ৭২ ঘন্টার যুদ্ধবিরতি। এছাড়া ইজরায়েলি সেনারা গাজা ছেড়ে চলে যাচ্ছে। ২৯ দিনের যুদ্ধে অন্তত ১,৮৮০ জন ফিলিস্তিনি মারা গেছে এবং আরো প্রায় দশ হাজার মানুষ আহত হয়েছে। এর মধ্যে ৪০০ শিশু রয়েছে। এদিকে, ইজরায়েলের সামরিক উপদেষ্টা গিওরা এইলান্দ বলেছেন, হামাসকে নতি স্বীকারে বাধ্য করতে না পারায় দু পক্ষের যুদ্ধ ড্র হয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়