Saturday, August 9

রোববার তোবার শ্রমিকদের জুলাইয়ের বেতন


স্টাফ রিপোর্টার: তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেন শ্রমিকদের জুলাইয়ের বেতন ও ওভারটাইম দিতে আগামীকাল রোববার সম্মত হয়েছেন। শনিবার জাতীয় সংসদ সদস্য ক্লাবে এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু ও শ্রমিক নেতারা। এসময় শ্রমিকদের প্রাপ্য বেতন ও ভাতা নির্দিষ্ট সময় বিজিএমইএ ভবন থেকে নেয়ার আহবান জানান নৌ-পরিবহন মন্ত্রী। প্রসঙ্গত, তিন মাসের বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর বাড্ডায় কারখানা ভবনে ২৮ জুলাই থেকে অনশন করছিলেন তোবা গ্রুপের পাঁচ কারখানার শ্রমিকরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়