স্টাফ রিপোর্টার: গত নির্বাচনের আগে আন্দালনে ব্যর্থতার কথা স্বীকার করে নতুন কর্মসূচির জন্য নেতাকর্মীদের প্রস্তুত হতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
শুক্রবার এক আলোচনা সভায় তিনি বলেন, “আমাদের কিছু মানুষের ব্যর্থতার কারণেই গত ৫ জানুয়ারি সরকার একতরফাভাবে নির্বাচন করে নিতে পেরেছে। ওই নির্বাচনে ১৫৪টি আসেন ভোটই হয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।”
আন্দোলনের নতুন কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ‘ত্যাগ স্বীকার করার’ সর্বাত্মক প্রস্তুতি নিতে বলেন রফিকুল।
“জেল-জুলুম-নির্যাতনে মাঠ ছাড়া যাবে না। মনে রাখতে হবে, আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটানো না গেলে আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে।”
দ্রুত নির্বাচন না দিলে রাজপথের আন্দোলনে সরকারের পতন ঘটানো হবে বলেও হুঁশিয়ার করেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, “ভোট ছাড়া এই সরকার ক্ষমতা দখল করে আছে। এভাবে তারা ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, দ্রুত নির্বাচন দিতে হবে। নইলে রাজপথে আন্দোলন করা ছাড়া কোনো বিকল্প আমাদের থাকবে না।”
আন্দোলনের পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করতে আগামী রোববার বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
পরদিন ২০ দলীয় জোটের বৈঠক শেষে কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন।
দলটির নীতিনির্ধারকরা বলছেন, নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে চলতি মাসেই কর্মসূচি দেয়া হবে।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়