Friday, August 8

আবারো গাজায় ইসরাইলি বিমান হামলা শুরু


কানিউজ ডেস্ক: তিনদিনের অস্ত্রবিরতির পর গাজায় আবারও বিমান হামলা শুরু করেছে ইসরাইল। শুক্রবার সকালে ইসরাইল ও হামাসের মধ্যকার ৭২ ঘণ্টার অস্ত্রবিরতির সময় শেষ হয়। খবর বিবিসির। শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরাইলের শহরগুলোতে পুনরায় রকেট হামলার জবাবে তারা গাজায় হামলা চালানো শুরু করেছে। স্থানীয় সময় সকাল আটটায় তিনদিনের অস্ত্রবিরতি শেষ হওয়ার কিছু সময় পরই ফিলিস্তিনি বিদ্রোহীরা রকেট হামলা শুরু করে। মিশরের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যকার আলোচনায় অচলাবস্থার জেরেই পুনরায় এই দ্বিপক্ষীয় লড়াই শুরু হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়