স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপির আন্দোলন জনগণের কাছে প্রতীয়মান নেই। বিএনপির আন্দোলন আছে কাগজে কলমে ও মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ।’
আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘এই আন্দোলন জনগণের মধ্যে এবং রাজপথে কোথাও নেই। অহেতুক বিএনপি তাদের ব্যর্থতার দায়ভার সরকারের ওপর চাপিয়ে দিয়ে নিজেরা রক্ষা পাওয়ার চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘বিএনপির মিথ্যাচার নিয়ে সরকার এবং আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের আন্দোলন নিয়ে তারাই চিন্তা-ভাবনা করবে।’
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়