কানাইঘাট দারুল উলুম দারুল হাদীস মাদ্রাসার মুহতামিম, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মীপুরী (৭৬) প্যারালাইসিসে আক্রান্ত হয়ে সিলেট শহরের মীরের ময়দানস্থ সেবা পলি ক্লিনিকে ভর্তি হয়েছেন। গত বুধবার গভীর রাতে মাওলানা মোহাম্মদ বিন ইদ্রিসের শরীরের একাংশ অবশ হয়ে পড়লে পরদিন বৃহস্পতিবার তাঁকে সেবা ক্লিনিকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা জানিয়েছেন। এদিকে দারুল উলুম মাদ্রাসার মুহতামিম আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিসের অসুস্থতার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও নানা শ্রেণি-পেশার মানুষ তাঁকে এক নজর দেখার জন্য কিনিকে ছুটে যাচ্ছেন। তাঁর শারীরিক সুস্থতার জন্য কানাইঘাট ও সিলেটের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বাদ জুমআ বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অসুস্থ মাওলানার চিকিৎসার সার্বিক তদারকী করতে হাসপাতালে সার্বণিক ছুটে যাচ্ছেন দারুল উলুম মাদ্রাসাসহ বিভিন্ন মসজিদ মাদ্রাসার দাতা সমাজসেবী আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী। এছাড়া মাওলানাকে হাসপাতালে দেখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা যান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়