স্টাফ রিপোর্টার: জাতীয় শোক দিবসে যারা কৃত্রিম জন্মদিন পালন করে, তাদের সাথে সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বঙ্গবন্ধু ভবনের সামনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৫তম জম্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ১৫ আগস্টকে জম্মদিন হিসেবে পালন করেন। এ দিন বিএনপি কেক কেটে আনন্দ-উল্লাস করে থাকে। অথচ এটি তার জন্মদিন নয়।যারা জাতীয় শোক দিবসে জন্মদিন পালন করে, তাদের সাথে সংলাপ হতে পারে না।
যোগাযোগমন্ত্রী বলেন, আমরা যদি ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে জননেত্রী শেখ হাসিনার জম্মদিন বানিয়ে পাল্টা কর্মসূচী দিতাম- বিএনপির নেতা-কর্মীদের কেমন লাগত? আমরা নোংরা রাজনীতিতে বিশ্বাস করি না বলেই জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে কোনো পাল্টা কর্মসূচী দেইনি।
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওছারের সভাপতিতে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি। শেখ সোহেল রানা টিপুর উপস্থাপনায় অনুষ্ঠানে সহসভাপতি নির্মল রঞ্জন গুহ, মতিউর রহমান মতি, এস এম মোর্তুজা রাশেদ, গোলাম রব্বানী রাখেন।
শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতন্নেসা মুজিবের আত্মার শান্তি কামনা করে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়