স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন হয়ে গেছে। এখন আর নির্বাচন নিয়ে কথা বলে লাভ কি?
মঙ্গলবার দুপুরে শেখ কামালের ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন।
নাসিম বলেন, এখন আন্দোলন-সংগ্রাম না করে দল গোছান এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করুন। কারণ আন্দোলন করে এই সরকারকে পতন করা যাবে না।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- আ ত ম উবায়দুল মুক্তাদির, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লিটন, মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ বিশ্বাস, উত্তরের সাধারণ সম্পাদক ফরিদুর রহমান ইরান প্রমুখ।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়