Friday, August 8

বড় বোনকে বিয়ে করলেন ছোট ভাই!


কানিউজ ডেস্ক: পরিচয়, প্রণয় এরপর বিয়ে। এমন ঘটনাই ঘটেছে ব্রাজিলের আদ্রিয়ানা (৩৯) ও লেয়ান্দ্রোর (৩৭) জীবনে। তাদের সংসারে রয়েছে ছয় বছর বয়সী একটি মেয়ে শিশু। সবকিছু স্বাভাবিক নিয়মেই চলছিল। কিন্তু একটি ঘটনাই পাল্টে দিল তাদের পরিচয়। কারণ যাকে নিয়ে গত সাত বছর সংসার করেছেন আদ্রিয়ানা সেই লেয়ান্দ্রো যে তারই ছোট ভাই! একই মায়ের গর্ভে জন্ম তাদের দু’জনের! যদিও তাদের বাবা দুই জন। আসল ঘটনা হচ্ছে, আদ্রিয়ানা যখন এক বছরের শিশু তখন তাকে ছেড়ে চলে যান তার মা মারিয়া। এরপর অন্য এক পুরুষের সাথে বিবাহ হয় মারিয়ার এবং জন্ম নেয় লেয়ান্দ্রো। কিন্তু লেয়ান্দ্রোর বয়স যখন ৮ বছর তখন তাকেও ছেড়ে যান মারিয়া। ফলে দু’জনেই মানুষ তাদের বাবার কাছে। কিন্তু এক জায়গায় তাদের দু’জনের মিল রয়েছে। তা হচ্ছে তারা দু’জনই তাদের মা মারিয়াকে খুঁজে বেড়াচ্ছেন। লেয়ান্দ্রো পেশায় একজন ট্রাকচালক। অপরদিকে আদ্রিয়ানা ১৫ বছর বয়সে ভাগ্যের সন্ধানে জন্মশহর সাওপাওলো ছেড়ে অন্য একটি শহরে চলে যান। বিয়ে করে দশ বছর সংসারও করেন। তিন সন্তানের জননী হওয়ার পর স্বামীর সংসার ছেড়ে জন্মশহর সাওপাওলোতে চলে আসেন তিনি। দেখা হয় লেয়ান্দ্রোর সাথে। এরপর বিয়ে। গত সপ্তাহের পূর্বেও তারা দু’জন জানতেন না তাদের জন্য কি বিস্ময় অপেক্ষা করছে। এ সপ্তাহের শুরুতে মায়ের সন্ধানে আদ্রিয়ানা একটি রেডিও অনুষ্ঠানের শরণাপন্ন হন। সেখানে সরাসরি সস্প্রচারিত একটি অনুষ্ঠানে সন্ধান পান মা মারিয়ার। সাথে সাথে আরও জানতে পারেন যার সাথে এত বছর সংসার করছেন সেই লেয়ান্দ্রো তার একই মায়ের গর্ভজাত ছোট ভাই! খবরটি শুনে প্রথমে ভেঙ্গে পড়েছিলেন আদ্রিয়ানা। ভেবেছিলেন তাদের সংসারই বুঝি ভেঙ্গে যাবে। কিন্তু বিষয়টিকে নিয়তির পরিহাস মানছেন লেয়ান্দ্রো। তাই আদ্রিয়ানার সাথে সংসার ভাঙ্গার কোন ইচ্ছে নেই বলে জানিয়েছেন। সুখের সংসার টিকিয়ে রাখতে চান আদ্রিয়ানার সাথে। তবে হারানো মাকে খুঁজে পেয়ে আদ্রিয়ানো ও লেয়ান্দ্রো দু’জনেই খুশি। কিছুদিনের মধ্যেই মায়ের সাথে দেখা করতে চান তারা।

শেয়ার করুন

1 comment:

  1. আজব দেশের গুজব খবর।

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়