স্টাফ রিপোর্টার : বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ১২ দিনের সফর শেষে শুক্রবার লন্ডন ফিরেছেন। সফরকালে তিনি কুয়ালালামপুরের জালান কিয়া পেঙ এ বিখ্যাত প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে চেকআপ করান এবং রাস্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১২ জুন পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের তুন রাজ্জাক হল-বি’তে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন। সেখানে র্যাব বিলুপ্তির পক্ষে গণস্বাক্ষর কর্মসূচিও উদ্বোধন করেন তারেক রহমান। শুক্রবার সকাল ১০ টায় তারেক রহমান তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে কুয়ালালামপুর ত্যাগ করেন। এসময় এয়ারপোর্টে তাকে বিদায় জানান তার ব্যক্তিগত মূখ্য কর্মকর্তা মিয়া নূর উদ্দীন অপু এবং স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী। প্রসঙ্গত যে, গত ২ জুন মালয়েশিয়ায় আসেন তারেক রহমান। ঐদিন কুয়ালালামপুর বিমান বন্দরে পৌছালে তাকে স্বাগত জানান মালয়েশিয়া সরকারের কমিউনিকেশন ও মাল্টিমিডিয়া মন্ত্রনালয়ের মহাসচিব দাতো আবদুর রহীম রাজী। তারেক রহমান ২০০৮ এর ১২ই সেপ্টেম্বর চিকিৎসার জন্য স্বপরিবারে লন্ডন গমনের প্রায় পাঁচ বছর পর প্রথম তিনি লন্ডনের বাইরে যান গত বছরের ১ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের জন্য সউদী আরব।এক সপ্তাহকাল সউদী আরবে অবস্থান করে পবিত্র ওমরাহ পালন ও রাসূলে করিম সাল্লাল্ল¬াহু আলাইহি ওয়া সাল্ল¬ামের রওজা মোবারক জিয়ারত শেষে লন্ডনে ফিরে প্রত্যাবর্তন করেন। এরপর গেলেন কুয়ালালামপুর।
খবর বিভাগঃ
ফটো গ্যালারী
রাজনীতি
লিড নিউজ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়