Sunday, June 15

জাহান্নামের আগুন ও অন্ধকার

ডিনিউজ ডেস্ক,ঢাকা: রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, এক হাজার বছর জাহান্নামকে উত্তাপ দেয়া হয়েছে। ফলে তার আগুন রক্তিম বর্ণ ধারণ করেছে। অতপর পুনরায় এক হাজার বছর উত্তাপ দেয়ার ফলে এটি সাদা রং পরিগ্রহ করেছে। অতপর আরও এক হাজার বছর উত্তাপ দেয়ার ফলে এর আগুন কৃষ্ণবর্ণ হয়ে গেছে। সুতরাং জাহান্নাম এখন সম্পূর্ণরূপে গাঢ় কালো তমসাচ্ছন্ন। (তিরমিযী) অন্য এক রিওয়ায়েতে ‘অন্ধকার রাতের ন্যায় তমসাচ্ছন্ন’ বলা হয়েছে। অপর এক বর্ণনায় আছে যে, এ কারণে অগ্নিশিখা থেকে আলো বিচ্ছুরিত হয় না। অর্থাৎ সেখানে সার্বক্ষণিক অন্ধকার বিরাজ করছে। (তারগীব) বুখারী ও মুসলিম শরীফের একটি বর্ণনায় আছে, রাসুলে করীম (সা.) ইরশাদ করেন, তোমাদের ব্যবহৃত এ আগুন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ। সাহাবায়ে কিরাম (রা.) আরজ করলেন, দহনের জন্য তো এ আগুনই যথেষ্ট। তিনি ইরশাদ করলেন, হ্যাঁ, এতদসত্ত্বেও পৃথিবীর আগুনের চাইতে জাহান্নামের আগুন ঊনসত্তর গুণ শক্তিশালী। ওই এক রিওয়ায়েতে আছে, জাহান্নামীরা যদি পৃথিবীর আগুনে আসতো তাহলে তাদের (সুখ) নিদ্রা এসে যেতো (তারগীব)। কেননা, জাহান্নামের আগুনের তুলনায় পৃথিবীর আগুন ঠাণ্ডা ছাড়া কিছু নয়। কাজেই জাহান্নামের মুকাবিলায় এতে আরামই অনুভূত হবে। -

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়