অনেকদিন
থেকেই মডেলিংয়ে নিয়মিত নন নোবেল। চাকরির ব্যস্ততার কারণে মিডিয়া থেকে
নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছেন। তবে নোবেল এবার নামলেন কাপড় ব্যবসায়।
রাজধানীর বনানীতে একটি ফ্যাশন হাউস খুলেছেন তিনি। বনানীর ১৫নং রোডের ১০৩নং
বাড়িতে অবস্থিত এই ফ্যাশন হাউসটির নাম ‘আমব্রেলা’।
গতকাল ফ্যাশন হাউসটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সাদিয়া ইসলাম মৌ সহ টিভি নাটক এবং সঙ্গীত ভুবনের অনেক তারকা উপস্থিত ছিলেন।
নতুন ব্যবসা সম্পর্কে নোবেল বলেন, ‘যারা ফ্যাশন সচেতন, তাদের জন্য আমার এই উদ্যোগ। দেশ এবং দেশের বাইরের মানসম্মত প্রডাক্টের কালেকশন থাকছে আমার এই হাউসে।'
রায়হান খানের পরিচালনায় ‘রেস’ নামে একটি ধারাবাহিকে অভিনয় করছেন নোবেল। গত এপ্রিলে ব্যাংককের পাতায়ায় নাটকটির শুটিং করেছেন বেশ কয়েকদিন। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/294874.html#sthash.QCUJ3GTg.dpuf
গতকাল ফ্যাশন হাউসটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সাদিয়া ইসলাম মৌ সহ টিভি নাটক এবং সঙ্গীত ভুবনের অনেক তারকা উপস্থিত ছিলেন।
নতুন ব্যবসা সম্পর্কে নোবেল বলেন, ‘যারা ফ্যাশন সচেতন, তাদের জন্য আমার এই উদ্যোগ। দেশ এবং দেশের বাইরের মানসম্মত প্রডাক্টের কালেকশন থাকছে আমার এই হাউসে।'
রায়হান খানের পরিচালনায় ‘রেস’ নামে একটি ধারাবাহিকে অভিনয় করছেন নোবেল। গত এপ্রিলে ব্যাংককের পাতায়ায় নাটকটির শুটিং করেছেন বেশ কয়েকদিন। - See more at: http://www.banglanews24.com/beta/fullnews/bn/294874.html#sthash.QCUJ3GTg.dpuf
খবর বিভাগঃ
ফটো গ্যালারী
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়