পাবনা: জামায়াত-শিবিরের জঙ্গি নিয়ে খালেদা জিয়া দেশের
বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এমন মন্তব্য করে ওয়ার্কার্স পার্টির পলিট
ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, ‘তিনি এখন পাকিস্তানের
রাজনীতি নিয়ে ব্যস্ত।’ সোমবার দুপুরে শহরের রফিকুল ইসলাম বকুল পৌর
মিলনায়তনে পার্টির পাবনা জেলা শাখার সপ্তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে
এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘দেশকে দুর্নীতিমুক্ত করতে, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে ওয়ার্কাস পার্টিকে শক্তিশালী করতে হবে। তা না হলে সাধারণ মানুষের রক্ষাকবজ বলে কিছু থাকবে না’।
এমপি বাদশা বলেন, ‘বর্তমানে দেশে গুটিসংখ্যক মানুষ শোষণ-বঞ্চনা করে অবৈধ সম্পদের পাহাড় গড়ছে। তাদের দল আছে, অথচ শোষিত ও বঞ্চিত মানুষের কোনো দল নেই। আর তাদের পাশে এসে দাঁড়িয়েছে ওয়ার্কাস পাটি। মুক্তিযুদ্ধের শপথসহ শোষনমুক্ত সমাজ গড়তে হবে। এ জন্য সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।’
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণমঞ্চ কাজ করছিল। অথচ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ-যুবলীগ এণ মঞ্চে বিভক্ত সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করছে। ছাত্রলীগ-যুবলীগের এ কর্মকাণ্ডে সরকার সুষ্ঠুভাবে যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবে কী না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।’
সভায় বক্তারা বলেন, ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষসহ সবক্ষেত্রে জুলুম চাপিয়ে দিয়েছে সরকার। অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হলে সাধারণ মানুষ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।’
কমরেড জাকির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি আমিরুল ইসলাম রাঙা, গণতন্ত্রী পার্টির সভাপতি সুলতান আহমেদ বুড়ো, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) জেলা সভাপতি রেজাউল করিম মনি ও জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সংগঠনের সপ্তম সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।
বাংলামেইল২৪ডটকম/
তিনি বলেন, ‘দেশকে দুর্নীতিমুক্ত করতে, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে ওয়ার্কাস পার্টিকে শক্তিশালী করতে হবে। তা না হলে সাধারণ মানুষের রক্ষাকবজ বলে কিছু থাকবে না’।
এমপি বাদশা বলেন, ‘বর্তমানে দেশে গুটিসংখ্যক মানুষ শোষণ-বঞ্চনা করে অবৈধ সম্পদের পাহাড় গড়ছে। তাদের দল আছে, অথচ শোষিত ও বঞ্চিত মানুষের কোনো দল নেই। আর তাদের পাশে এসে দাঁড়িয়েছে ওয়ার্কাস পাটি। মুক্তিযুদ্ধের শপথসহ শোষনমুক্ত সমাজ গড়তে হবে। এ জন্য সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।’
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণমঞ্চ কাজ করছিল। অথচ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ-যুবলীগ এণ মঞ্চে বিভক্ত সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করছে। ছাত্রলীগ-যুবলীগের এ কর্মকাণ্ডে সরকার সুষ্ঠুভাবে যুদ্ধাপরাধীদের বিচার করতে পারবে কী না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।’
সভায় বক্তারা বলেন, ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষসহ সবক্ষেত্রে জুলুম চাপিয়ে দিয়েছে সরকার। অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করা না হলে সাধারণ মানুষ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।’
কমরেড জাকির হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি আমিরুল ইসলাম রাঙা, গণতন্ত্রী পার্টির সভাপতি সুলতান আহমেদ বুড়ো, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) জেলা সভাপতি রেজাউল করিম মনি ও জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সংগঠনের সপ্তম সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে।
বাংলামেইল২৪ডটকম/
খবর বিভাগঃ
রাজনীতি
লিড নিউজ
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়