ঢাকা: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে উঠতে কঠিন
পরিক্ষার মুখোমুখি এখন পাকিস্তান। দুই অলরাউন্ডার অধিনায়ক ড্যারেন স্যামি
এবং ডোয়াইন ব্রাভোর সাহসী ব্যাটিংয়ে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ
ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৬৬ রানের চ্যালেঞ্জিং
সংগ্রহ গড়ে। ফলে পাকিস্তানকে জেতার জন্য ১৬৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে
হবে।
অথচ খেলার শুরুর চালচিত্র মোটেও এমনটা ছিল না।বাঁচা-মরার লড়াইয়ে প্রথমে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। পাক বোলারদের আক্রমণে ২২ রান তুলতেই দুই ওপেনারকে হারায় তারা। এরপর ১০.৪ ওভারে ৬৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে ক্যারিবিয়রা। ৮১ রানে ৫ উইকেট হারানোর পর জুটি বেধে স্যামি এবং ব্রাভো জুটি বেঁধে পাক বোলারদের উপর পাল্টা আক্রমণ চালান। বিশেষ করে খেলার ১৯তম ওভারে তারকা অফ স্পিনার সাঈদ আজমলের করা ওভার থেকে ২৪ রান তুলে নেন এ দুজন।
ব্রাভো মাত্র ২৬ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে রান আউট হন। আর অধিনায়ক ড্যারেন স্যামি মাত্র ২০ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪২ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন। এছাড়াও লেন্ডল সিমন্স ৩১ ও মারলন স্যামুয়েলস ২০ রান করেন।
পাকিস্তানের পক্ষে মোহাম্মদ হাফিজ, সোহেল তানভির, জুলফিকার বাবর ও শহিদ আফ্রিদি প্রত্যেকে একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভার ১৬৬/৬ (ব্রাভো ৪৬, স্যামি অপরাজিত ৪২, সিমন্স ৩১, স্যামুয়েলস ২০, হাফিজ ১/১৫, আফ্রিদি ১/২৩, তানভির ১/২৭, বাবর ১/২৭)
পাকিস্তান একাদশ: আহমেদ শেহজাদ, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), উমর আকমল, শোয়েব মালিক, সোহাইব মাকসুদ, শাহিদ আফ্রিদি, সোহেল তানভির, উমর গুল, জুলফিকার বাবর, সাঈদ আজমল
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ডোয়াইন স্মিথ, ক্রিস গেইল, লেন্ডল সিমন্স, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্র্যাভো, ড্যারেন স্যামি (অধিনায়ক), দিনেশ রামদিন(উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, স্যামুয়েল বাদ্রি, ক্রিসমার সান্তোকি।
বাংলামেইল২৪ডটকম/
অথচ খেলার শুরুর চালচিত্র মোটেও এমনটা ছিল না।বাঁচা-মরার লড়াইয়ে প্রথমে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। পাক বোলারদের আক্রমণে ২২ রান তুলতেই দুই ওপেনারকে হারায় তারা। এরপর ১০.৪ ওভারে ৬৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে ক্যারিবিয়রা। ৮১ রানে ৫ উইকেট হারানোর পর জুটি বেধে স্যামি এবং ব্রাভো জুটি বেঁধে পাক বোলারদের উপর পাল্টা আক্রমণ চালান। বিশেষ করে খেলার ১৯তম ওভারে তারকা অফ স্পিনার সাঈদ আজমলের করা ওভার থেকে ২৪ রান তুলে নেন এ দুজন।
ব্রাভো মাত্র ২৬ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৬ রানের বিস্ফোরক ইনিংস খেলে রান আউট হন। আর অধিনায়ক ড্যারেন স্যামি মাত্র ২০ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪২ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন। এছাড়াও লেন্ডল সিমন্স ৩১ ও মারলন স্যামুয়েলস ২০ রান করেন।
পাকিস্তানের পক্ষে মোহাম্মদ হাফিজ, সোহেল তানভির, জুলফিকার বাবর ও শহিদ আফ্রিদি প্রত্যেকে একটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভার ১৬৬/৬ (ব্রাভো ৪৬, স্যামি অপরাজিত ৪২, সিমন্স ৩১, স্যামুয়েলস ২০, হাফিজ ১/১৫, আফ্রিদি ১/২৩, তানভির ১/২৭, বাবর ১/২৭)
পাকিস্তান একাদশ: আহমেদ শেহজাদ, কামরান আকমল, মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), উমর আকমল, শোয়েব মালিক, সোহাইব মাকসুদ, শাহিদ আফ্রিদি, সোহেল তানভির, উমর গুল, জুলফিকার বাবর, সাঈদ আজমল
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ডোয়াইন স্মিথ, ক্রিস গেইল, লেন্ডল সিমন্স, মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্র্যাভো, ড্যারেন স্যামি (অধিনায়ক), দিনেশ রামদিন(উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, স্যামুয়েল বাদ্রি, ক্রিসমার সান্তোকি।
বাংলামেইল২৪ডটকম/
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়