Tuesday, April 1

ল্যাপটপ পেলেন এমপিরা

ঢাকা: সংসদীয় দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানের লক্ষ্যে এবং তথ্য প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করতে সংসদ সদস্যদেরকে ল্যাপটপ দেয়া হয়েছে।
মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পার্লামেন্ট মেম্বারর্স ক্লাবে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের বাস্তবায়নাধীন সংসদ-সদস্যদের কানেকটিভিটি সৃজন ও জাতীয় সংসদে ইন্টারনেট এপ্লিকেশন তৈরির কর্মসূচির আওতায় এ ল্যাপটপ দেয়া হয়।

এসময় স্পিকার বলেন, ‘তথ্য প্রযুক্তির যুগে সবাইকেই এ প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। সংসদ সদস্যরা  যাতে অধিবেশনকালে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের দায়িত্ব আরো সুষ্ঠুভাবে পালন করতে পারেন এবং সে লক্ষ্যে অধিবেশন কক্ষেও যাতে তারা ল্যাপটপ নিয়ে যেতে পারেন ভবিষ্যতে তা বিবেচনা
করা হবে।’

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, মন্ত্রিপরিষদ সদস্য, হুইপ এবং সংসদ সদস্যরা।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়