ঢাকা: অনিবন্ধিত যেসব সিমকার্ড চালু রয়েছে সেগুলো বন্ধ করে দেয়ার জন্য মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিনের দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ দেন বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
গ্রামীণফোন লিমিটেড, (বাংলালিংক), টেলিটক বাংলাদেশ লিমিটেড, আজিয়াটা বাংলাদেশ লিমিটেড (রবি), এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ও সিটিসেল ফোন কোম্পানির প্রতি নিবন্ধনহীন সিম কার্ড অকার্যকর করতে নির্দেশ দেয়া হয়।
একই সঙ্গে নিবন্ধন ছাড়া মোবাইল সিম কার্ড বিক্রি ও বিতরণ বন্ধ করতে কেন নির্দেশনা দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিটিআরসি, বিটিআরসির চেয়ারম্যান, স্বরাষ্ট্রসচিব, ডাক ও টেলিযোগাযোগসচিব, মোবাইল কোম্পানিগুলোর নির্বাহী পরিচাকেদের প্রতি এ রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
নিবন্ধনহীন সিম কার্ড বন্ধের আবেদন জানিয়ে গত মাসে রিটটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী জে আর খান রবিন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।
পরে এ বিষয়ে রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা সাংবাদিকদের বলেন, ‘মিডিয়ায় প্রকাশিত খবর পড়ে জানা যায় নিবন্ধন ছাড়া প্রায় ৭০ লাখ সিম কার্ড রয়েছে। অনিবন্ধিত সিমের মাধ্যমে বিভিন্নভাবে হুমকি ও চাঁদাবাজি করা হয়। এ কারণে নিবন্ধনহীন সিম কার্ড বন্ধ করার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।’
বাংলামেইল২৪ডটকম/
সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিনের দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার এ আদেশ দেন বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
গ্রামীণফোন লিমিটেড, (বাংলালিংক), টেলিটক বাংলাদেশ লিমিটেড, আজিয়াটা বাংলাদেশ লিমিটেড (রবি), এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ও সিটিসেল ফোন কোম্পানির প্রতি নিবন্ধনহীন সিম কার্ড অকার্যকর করতে নির্দেশ দেয়া হয়।
একই সঙ্গে নিবন্ধন ছাড়া মোবাইল সিম কার্ড বিক্রি ও বিতরণ বন্ধ করতে কেন নির্দেশনা দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিটিআরসি, বিটিআরসির চেয়ারম্যান, স্বরাষ্ট্রসচিব, ডাক ও টেলিযোগাযোগসচিব, মোবাইল কোম্পানিগুলোর নির্বাহী পরিচাকেদের প্রতি এ রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
নিবন্ধনহীন সিম কার্ড বন্ধের আবেদন জানিয়ে গত মাসে রিটটি করেন সুপ্রিমকোর্টের আইনজীবী জে আর খান রবিন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।
পরে এ বিষয়ে রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা সাংবাদিকদের বলেন, ‘মিডিয়ায় প্রকাশিত খবর পড়ে জানা যায় নিবন্ধন ছাড়া প্রায় ৭০ লাখ সিম কার্ড রয়েছে। অনিবন্ধিত সিমের মাধ্যমে বিভিন্নভাবে হুমকি ও চাঁদাবাজি করা হয়। এ কারণে নিবন্ধনহীন সিম কার্ড বন্ধ করার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।’
বাংলামেইল২৪ডটকম/
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়