Monday, April 7

তত্ত্বাবধায়ক ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

ঢাকা: বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা অনেকদিন ক্ষমতায় থাকতে চায় বলেই সংবিধানকে কাঁচি দিয়ে কেটে ছিঁড়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছেন। কিন্তু নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভাব নয়।’
স্থানীয় সময় রোববার সকালে হার্ভার্ডে ‘বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায় বিচারের অন্বেষণ এবং সুষ্ঠ নির্বাচন’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের শতকরা ৯০ শতাংশ মানুষের দাবি উপেক্ষা করে আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে।’

গত ৫ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত আওয়ামী লীগ সরকারের পাতানো নির্বাচনের উদ্ধৃতি টেনে রিজভী আরও বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে আওয়ামী লীগ সরকার। শুধুমাত্র দিল্লিকে খুশি করতে এটি একটি গভীর ষড়যন্ত্র ছাড়া কিছুই নয়। দেশের মানুষ আর আওয়ামী লীগকে বিশ্বাস করে না। জনগণ শিঘ্রই এর জবাব দেবে। তাই এখনও সময় আছে অবিলম্বে নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।’

রিজভী দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, ‘দেশে আইন আছে, আদালত আছে তবুও বিচার বহির্ভুত হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না। হত্যা, গুম আর নিখোঁজ মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিদিন গড়ে ১০/১৫ টি করে খুন হচ্ছে। কোনো কোনো দিন এ সংখ্যা ৫০ ছড়িয়ে যায়। এ রকম এক দুর্বিসহ সময় অতিক্রম করছে দেশের মানুষ।’

তিনি বলেন, ‘বর্তমান আওয়ামী লীগ তথা হাসিনা সরকারের আমলে কখনই অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে না। তাই কঠোর আন্দোলন করে এ সরকারকে ক্ষমতাচ্যুত করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটি সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

দুঘণ্টাব্যাপী সেমিনারের দ্বিতীয় পর্বে ছিল উপস্থিত দর্শকদের প্রশ্ন-উত্তর পর্ব। বিএনপির  যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দর্শকদের নানা প্রশ্নের জবাব দেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ব্রে লেকচার রুমে অনুষ্ঠিত বোস্টনের সোসাল জাস্টিস ওয়াচ গ্রুপ আয়োজিত ‘ফেয়ার ইলেকশন, পারজু জাস্টিস অ্যান্ড ডেমোক্রাসি ইন বাংলাদেশ’ (বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায়বিচারের অন্বেষণ এবং সুষ্ঠ নির্বাচন) শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস হিসেব বিভাগের চেয়ারম্যান ড. খন্দকার করিম।

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন ম্যাসাচুসেটসের ট্রেনার্জি কর্পোরেশনের সিটিও ড. এনায়েত উল্লাহ।
সেমিনারের মডারেটর ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের হার্ভার্ড মেডিকেল স্কুলের রিসার্চ ফ্যাকাল্টি  একেএম খায়রুল ওয়ারা ও কার্টজেস মাইক্রোকোপির সিনিয়র সাইন্টিস এফএইচএম ফরিদুর রহমান।

উল্লেখ্য, রুহুল কবির রিজভী সেমিনারে অংশ নিতে গত ৩ এপ্রিল স্থানীয় সময় সকালে এমিরাটর্স এয়ারলাইন্সে বস্টন এসে পৌঁছান। বস্টনে অবস্থানকালে তিনি যুক্তরাষ্ট্র ও বস্টন বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেন।

সেমিনার শেষে রুহুল কবির রিজভী আগামি ৮ এপ্রিল বাংলাদেশের উদ্দেশে বস্টন ত্যাগ করবেন বলে জানা গেছে।
 
বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়