ঢাকা: সাভারের চাঞ্চল্যকর পোশাক কারখানা রানা প্লাজা ধসের
ঘটনার দায়ের হওয়া মামলার আসামি ভবনের মালিক সোহেল রানার জামিন আদেশ স্থগিত
করা হয়েছে। আগামি চার সপ্তাহের জন্য এ স্থগিত আদেশ দিয়েছেন চেম্বার
বিচারপতি।
রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
এর আগে হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন সোহের রানা।
গত ২৩ মার্চ ইমারত বিধি না মেনে ভবন নির্মাণ করার মামলায় বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ রানাকে ছয় মাসের জামিন দিয়েছিলেন।
মঙ্গলবার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
উল্লেখ, গত বছরের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে অন্তত এক হাজার ১৩০ জন নিহত হন।
এ ঘটনায় পরদিন সাভার মডেল থানায় রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হেলাল আহমেদ মামলাটি দায়ের করেন।
রানা প্লাজা ধসের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে গত ২৫ এপ্রিল সাভার মডেল থানার উপ পরিদর্শক ওয়ালি আশলাফ খান অন্য আরেকটি মামলা করেন। হাইকোর্ট ওই মামলাটির শুনানি করেননি।
বাংলামেইল২৪ডটকম/
রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।
এর আগে হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন সোহের রানা।
গত ২৩ মার্চ ইমারত বিধি না মেনে ভবন নির্মাণ করার মামলায় বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ রানাকে ছয় মাসের জামিন দিয়েছিলেন।
মঙ্গলবার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
উল্লেখ, গত বছরের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে অন্তত এক হাজার ১৩০ জন নিহত হন।
এ ঘটনায় পরদিন সাভার মডেল থানায় রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হেলাল আহমেদ মামলাটি দায়ের করেন।
রানা প্লাজা ধসের ঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে গত ২৫ এপ্রিল সাভার মডেল থানার উপ পরিদর্শক ওয়ালি আশলাফ খান অন্য আরেকটি মামলা করেন। হাইকোর্ট ওই মামলাটির শুনানি করেননি।
বাংলামেইল২৪ডটকম/
খবর বিভাগঃ
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়